ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আটক

কুষ্টিয়া: রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকা থেকে পাথর নিক্ষেপের অভিযোগে সুমন আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার সময় কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় চলন্ত ট্রেনটিতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে এক যাত্রী আহত হন।

আটক সুমন আলীর বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। পুলিশের দাবি সুমন ভবঘুরে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, সকালে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় মধুমতি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ট্রেনের এক যাত্রী আহত হন। পরে পুলিশ পাথর নিক্ষেপের দায়ে সুমন নামে একজনকে আটক করে। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে সুমন একজন ভবঘুরে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।