ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দরিদ্রদের জীবিকা উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ব্রিটিশ হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
দরিদ্রদের জীবিকা উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ব্রিটিশ হাইকমিশনার

চাঁদপুর: চাঁদপুর পৌরসভা, ইউকেএইড ও ইউএনডিপির সহযোগিতায় ‘শহরের দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প’ উদ্বোধন করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে শহরের যমুনা রোড এলাকায় প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মো. জিল্লুর রহমান, এলজিইডির যুগ্ম সচিব মাছুম পাটওয়ারী ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

গনমাধ্যমকে দেওয়া বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা সংশ্লিষ্ট ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। এর মাধ্যমে শহরের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের জন্য স্থানের গুরুত্ব ও উন্নয়নের সম্ভাব্যতা নিরূপণ করতে আলোচনা হয়েছে। এ কার্যক্রম আমরা চালিয়ে যাব। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। এ প্রজেক্টের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা ও মাটির ব্যবস্থাপনার উন্নয়ন হবে। আশা করছি, এখানে আমরা এ প্রজেক্টের মাধ্যমে ভালো কিছু দেখতে পাব।

উদ্বোধন শেষে বিকেলে তিনি শহরের ৬ নম্বর ওয়ার্ডের যমুনা রোডসহ আশপাশের দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন।

এ প্রকল্প পরিদর্শনসহ সংশ্লিষ্ট কাজে ব্রিটিশ হাইকমিশনার দুইদিনের সফরে চাঁদপুরে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।