ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

নিজ ঘরে ঝুলছিল গৃহবধূর মরদেহ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
নিজ ঘরে ঝুলছিল গৃহবধূর মরদেহ  

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী থেকে মরিয়ম সুন্দরী (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মরিয়ম সুন্দরী চৌহালী উপজেলার ওমারপুর ইউনিয়নের চর বাউশা গ্রামের সোহেল রানার স্ত্রী।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

চৌহালী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মরিয়ম সুন্দরীকে জ্বিনে ধরেছে। সে দীর্ঘদিন  হলো মানসিক সমস্যায় ভুগছিলেন। মরিয়ম সুন্দরীর মা মাটি কাটার কাজ করতেন। গত বুধবার কাজের সন্ধানে মরিয়ম সুন্দরীর মা বাড়ি থেকে বের হয়ে যান। বিকেলে নিজ ঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মরিয়ম। খবর পেয়ে রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় চৌহালী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।