ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে নারায়ণগ‌ঞ্জের বিচারকদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে নারায়ণগ‌ঞ্জের বিচারকদের শ্রদ্ধা

গোপালগ‌ঞ্জ: গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধিতে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন নারায়ণগঞ্জ জেলা বিচার বিভা‌গের বিচারকরা।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমানের নেতৃ‌ত্বে শনিবার (৬ আগস্ট) দুপুরের দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ ক‌রেন বিচারকরা।

প‌রে বঙ্গবন্ধু ও তাঁর প‌রিবা‌রের শহীদ সদস‌্যদের রূ‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে দোয় ও মোনাজাত ক‌রেন তারা।

এ সময় নারায়ণগঞ্জ শ্রম আদাল‌তের চেয়ারম‌্যান কিরণ শংকর হালদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ‌্যামল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফের‌দৌস, গোপালগ‌ঞ্জের সি‌নিয়র জু‌ডি‌সিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট অমিত কুমার‌-দে সহ নারায়ণগ‌ঞ্জ জেলা ও জু‌ডি‌সিয়াল আদাল‌তের বিচারকরা উপ‌স্থিত ছি‌লেন।

প‌রে বিচারকরা বঙ্গবন্ধুর সমাধি কম‌প্লেক্স ঘু‌রে দে‌খেন এবং প‌রিদর্শন বইকে মন্তব‌্য লে‌খেন ও স্বাক্ষর ক‌রেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।