ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোলার পাম্পগুলোতে পর্যাপ্ত তেল থাকলেও নেই ক্রেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
ভোলার পাম্পগুলোতে পর্যাপ্ত তেল থাকলেও নেই ক্রেতা

ভোলা: জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভোলার তেলের পাম্প ও খুচরা দোকানে ক্রেতা সংকট দেখা দিয়েছে।

শনিবার (৬ আগস্ট) সকাল থেকেই পাম্পগুলো দেখা গেছে প্রায় ক্রেতাশুন্য।

নতুন করে নির্ধারিত দামেই জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

পাম্প কতৃপক্ষ জানায়, তেলের দাম বেড়ে যাওয়ার খবরে গেল রাতে ক্রেতাদের উপড়ে পড়া ভিড় থাকলেও সকাল থেকেই ক্রেতা সংকট।

শহরের এ রহমান অ্যান্ড সন্সের ম্যানেজার মনসুর আলম বলেন, আমাদেন পাম্পে পর্যপ্ত তেল আছে। কিন্তু ক্রেতা নেই বললেই চলে। রাতেই ক্রেতারা তেল নিয়ে গেছেন।

বাইক চালক সোহেব ও নাজিম বলেন, তেলের দাম বেড়ে যাওয়ার খবর পেয়ে রাতে তেল কিনেছি। আমাদের মতো অনেক ক্রেতাই তেল কিনেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।