ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

সৈকতে ভেসে আসছে মৃত জেলি ফিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
সৈকতে ভেসে আসছে মৃত জেলি ফিশ

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টের উপকূলে ভেসে আসছে শতাধিক মৃত অরেলিয়া অরিতা বা জেলি ফিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে ভেসে আসে এসব জেলি ফিশ।

ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে এসব জেলি ফিশ মারা যাচ্ছে।

এদিকে জেলি ফিশের মৃত্যুর কারণ জানতে নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু করে কলাতলী পয়েন্ট পর্যন্ত মৃত জেলি ফিশের দেখা মিলেছে। দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কায় এসব মৃত জেলি ফিশ টুরিস্ট পুলিশের উদ্যোগে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সমুদ্রের জোয়ারে এসব জেলি ফিশ ভেসে আসছে। এসব জেলি ফিশ বিষাক্ত।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ জানান, জেলি ফিশ এর বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা (Aurelia Aurita)। এটি শরীরের কোনো অংশে লাগলে চুলকানি হয়ে থাকে।

তিনি বলেন, সৈকতে মৃত জেলি ফিশ ভেসে আসায় বিষয়টি নজরে আসার পর, নমুনা সংগ্রহ করা হয়েছে মৃত জেলি ফিশের।

ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে এসব জেলি ফিশের মৃত্যু হচ্ছে। তবে, সমুদ্র দূষণ বা অন্য কোনো কারণ আছে কিনা তা গবেষণায় উঠে আসবে বলে জানান তিনি। তবে এসব মৃত জেলি ফিশ হাতে স্পর্শ না করার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।