ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
রাজবাড়ীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু, আহত ২ ফাইল ছবি

রাজবাড়ী: রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার (০২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলা সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস একই উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মজিত শেখের ছেলে।

আহতরা হলেন- ধুলদী জয়পুর গ্রামের মৃত সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার (৪৫) ও জলিল সরদারের ছেলে জিয়া সরদার (৪২)। আহতদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা পেশায় গাছ কাটা শ্রমিক।

আহত নইমদ্দিন সরদার বাংলাননিউজকে জানান, সকাল থেকে তিনি, জিয়া ও কুদ্দুস বড় ভবানীপুর গ্রামের ওসমান কাজীর মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানের পাশে করিমের বাড়ির বারান্দায় গিয়ে বসে গল্প করছিলেন। এ সময় সেখানে বজ্রপাতে তারা তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বসন্তপুর স্টেশন বাজারের পল্লী চিকিৎসক হারুনের কাছে নিয়ে এলে চিকিৎসক কুদ্দুসকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে পল্লী চিকিৎসক হারুন বলেন, আমার কাছে আসার আগেই কুদ্দুস শেখের মৃত্যু হয়েছে। তারপরেও পরিবারের লোকজন তাকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে কুদ্দুসের মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে রাস্তা থেকে তারা ফিরে আসেন। আর আহত নইমদ্দিন ও জিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।