ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

পচা মরিচে রং মিশিয়ে মশলা তৈরি, কারখানা সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
পচা মরিচে রং মিশিয়ে মশলা তৈরি, কারখানা সিলগালা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় পচা কাঁচা মরিচের সঙ্গে কাপড়ে দেওয়ার রং মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি ও বিক্রির অভিযোগে খান মশলা কারখানা নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোপ গ্রামে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

মাহমুদ হাসান রনি বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে খান মশলা কারখানায় অভিযান চালানো হয়। এ সময় পচে যাওয়া কাঁচা মরিচের সঙ্গে রং মিশিয়ে গুঁড়া মশলা তৈরির বিষয়টি হাতেনাতে ধরা পরে। পরে কারখানা তল্লাশি করে বিপুল পরিমাণ পচা কাঁচা মরিচ ও কাপড়ে দেওয়া বিষাক্ত রং জব্দ করা হয়। এরপর কারখানাটি সিলগালা ও মালিক রাশিদুল ইসলাম খানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।