ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে গাঁজা বেচাকেনার দায়ে ২ যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
ফরিদপুরে গাঁজা বেচাকেনার দায়ে ২ যুবকের কারাদণ্ড

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গাঁজা বেঁচাকেনার দায়ে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লস্করদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- জিহাদ মোল্লা (১৯) ও জুবায়ের হোসেন মোল্লা (২০)। তারা দুজনেই উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বড় পুকুর পাড়ে জিহাদ ও জুবায়ের গাঁজা বেচাকেনা করছিল। নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন গোপন তথ্যের ভিত্তিতে ওই দুই যুবককে আটক করেন। পরে ওই দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাঁজা বেঁচাকেনার সময় পুলিশের হাতে আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।