ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

অমিত হাবিবের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
অমিত হাবিবের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অমিত হাবিবের মৃত্যুসংবাদে মন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অমিত হাবিবের। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৯ বছর।

শোকবার্তায় ড. হাছান বলেন, দৈনিক খবর থেকে শুরু করে সমকাল, কালের কন্ঠসহ বিশিষ্ট বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদনা করেছেন তিনি। সবশেষে দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অমিত। তার অকাল মৃত্যু দেশের সাংবাদিকতা জগতে এক বেদনাবিধুর অধ্যায়। নিবেদিতপ্রাণ এ সাংবাদিকের কর্মময় জীবন থেকে অনেক কিছু শেখার আছে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।