ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, বিচার দাবি

নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ইমন নামে এক যুবক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনরা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইমনের স্বজনরা।

এ সময় তারা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মহাসড়কে লাশ নিয়ে বিক্ষোভের কারণে ঢাকামুখী যানবাহন চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অবরোধস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এর আগে বুধবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইমনের মৃত্যু হয়। নিহত ইমন সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মো. শাহআলমের ছেলে।

এ ঘটনায় মশিউর রহমান রাজু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

নিহত ইমনের মা মোছা. শাহিনুর বেগম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে আমার ছেলে মারা গেছে। এ সময় রাসেল, রাজু, স্বপন, আব্দুল খলিল, মো. ইয়াসিন, রাজিব, বিজয় নামে কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি। তারাই ইমন হত্যাকাণ্ডে জড়িত, তাদের শাস্তিও দাবি করেন শাহিনুর।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিচারের দাবীতে বিকেলে মহাসড়ক অবরোধ করে নিহত ইমনের স্বজনরা বিক্ষোভ করে। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেই। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি মশিউর।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।