ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চার্জার লাইট-ফ্যান বিক্রি, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চার্জার লাইট-ফ্যান বিক্রি, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার লাইট ও ফ্যান বেশি দামে বিক্রি করার দায়ে তিন দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (২৭ জুলাই) দুপুরে জেলা শহরের টিএ রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

এর মধ্যে সাগর ইলেকট্রনিক্সকে চার হাজার, শুভেচ্ছা ইলেকট্রনিক্সকে ১০ হাজার ও মনির ইলেকট্রনিক্সকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, লোডশেডিংয়ের কারণে চাহিদা বেড়েছে চার্জার ফ্যান ও লাইটের। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী এসব পণ্য গায়ের মূল্য থেকে বেশি দামে বিক্রি করে আসছেন। এ অভিযোগের ভিত্তিতে বুধবার জেলা শহরের টিএ রোডের বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তিন দোকানের মালিককে জরিমানা করা হয়।  

সেই সঙ্গে ভবিষ্যতে বেশি দামে চার্জার ফ্যান ও লাইট বিক্রি না করতে সর্তক করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।