ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
খুলনায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

খুলনা: খুলনার পাইকগাছাতে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম।  

রোববার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের রবিউল ইসলাম তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ের সোলাদানা ইউনিয়নের ভিলেন পাইকগাছা গ্রামের জামির আলী গাজীর ছেলে মাসুম গাজীর সঙ্গে  বাল্যবিয়ের আয়োজন করেন।

খবর পেয়ে ইউএনও মমতাজ বেগমের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও আনসার কমান্ডার আবু হানিফ অভিযান চালিয়ে মেয়ের মামা কিনু বিশ্বাস ও ছেলের ভাই সিরাজুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।  

এ সময় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম মেয়ের মামা কিনু বিশ্বাসকে তিন হাজার টাকা ও ছেলের ভাই সিরাজুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে উভয়পক্ষের মুচলেকা নেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।