ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুয়াকাটায় জিও টিউবের ফাঁকে পড়ে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
কুয়াকাটায় জিও টিউবের ফাঁকে পড়ে পর্যটকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় সৈকত রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত জিও টিউবের ফাঁকে পড়ে নাহিয়ান মাহাদী (১৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) দুপুরের পর সৈকতে গোসল করতে গেলে দুই জিও টিউবের মাঝখানের গভীর গর্তে হারিয়ে যায় নাহিয়ান।

অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়রা।

পরে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক আশিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। মৃত নাহিয়ান ঢাকার আবুল হাসনাত সড়কের হাজী মোহাম্মদ নাজিমের ছেলে।

পরিবারের সদস্যরা বলেন, আজই আমরা ঢাকা থেকে কুয়াকাটা এসেছি। এরপর সবাই মিলে সৈকতে গোসল করতে গেলে নাহিয়ান হঠাৎ করে জিও টিউবের গভীর গর্তে ডুবে যায়। নাহিয়ান সাতার জানতো না। পরে টুরিস্ট পুলিশ ও স্থানীয়দের নিয়ে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কুয়াকাটা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মহিপুর থানার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।