ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
নীলফামারীতে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  

বুধবার (২০ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- বেড়াডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৩) ও একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে শাওন ইসলাম (১১)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, মিজানুর স্থানীয় একটি কিন্ডার গার্টেনে তৃতীয় শ্রেণি ও শাওন বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। খেলার ছলে সেখানে গেলে পুকুরের পানিতে পড়ে ডুবে তাদের মৃত্যু হয়।
 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে জানান,
পরিবারের কাছে মরদেহ দু’টি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।