ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ত্রিশালে সেই ট্রাকচালক ২ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
ত্রিশালে সেই ট্রাকচালক ২ দিনের রিমান্ডে ঘাতক ট্রাকচালক রাজু আহমেদ

ময়মনসিংহ: ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় চালক রাজু আহমেদকে (৪২) দু’দিনের রিমান্ড দিয়েছেন আদালত।  

বুধবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে ময়মনসিংহের জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক মো. তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ সেকান্দার আলী আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে দুই রিমান্ড মঞ্জুর করেন।  

এ তথ্যের সত‍্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের উপ-পরিদর্শক (সিএসআই) মো. রবিউল আউয়াল।  

এর আগে গত শনিবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় মালবাহী একটি ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তার স্বামী জাহাঙ্গীর আলম (৪০) ও মেয়ে সানজিদা (৬)। ট্রাকের চাকা ওই নারীর বুকের ওপর দিয়ে চলে গেলে অলৌকিকভাবে পেট ফেটে জন্ম নেয় এক কন্যা সন্তান।

এ ঘটনায় গত ১৭ জুলাই অজ্ঞাত আসামি করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন নিহত অন্তঃসত্ত্বা নারীর শ্বশুর মোস্তাফিজুর রহমান বাবলু।  

ওই মামলায় গত ১৮ জুলাই পলাতক ট্রাক চালককে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এর সদস্যরা।  

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ‍্যাডভোকেট মো. তাজুল ইসলাম ও আহসান উল্লাহ আনার।  

আরও পড়ুন...
>> ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু হলেও বেঁচে গেল গর্ভের সন্তান 
>> সেই নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি
>> যেমন আছে সড়ক দুর্ঘটনার পর জন্ম নেওয়া নবজাতক
>> ময়মনসিংহের সেই শিশুর ক্ষতিপূরণ-কল্যাণ নিশ্চিতে রিট
>> গর্ভ ফেটে জন্ম নেওয়া সেই নবজাতকের বয়স আজ ৩ দিন 
>> ট্রাকচাপায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার হয়নি কেউ
>> গর্ভ ফেটে জন্ম নেওয়া সেই নবজাতক মমেক হাসপাতালে
>> সেই নবজাতকের ব্যাংক একাউন্টে জমা হয়েছে ৬৮ হাজার টাকা
>> সেই নবজাতকের পরিবারের পাশে বিএনপির প্রতিনিধি দল

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।