ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে গোরস্থান রক্ষার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
গোদাগাড়ীতে গোরস্থান রক্ষার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীর

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ী দক্ষিণপাড়া মদনবাড়িয়া গোরস্থানের জমি রক্ষায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী রোববার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে পাকড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় শত শত নারী পুরুষ

বিক্ষোভ কর্মসূচি চলাকালে তারা বলেন, এই গোরস্থান তাদের বাবা-দাদাদের আমল থেকে চলমান রয়েছে এইখানে তাদের অনেক আত্মীয়-স্বজন চিরনিদ্রায় শুয়ে আছেন অথচ স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আব্দুল মান্নান, জয়নাল আবেদীন মিঠু, ফারুক হোসেন, সিরাজুল ইসলাম জিল্লার রহমান মিলে .৮৪ একর আয়তনের গোরস্তানের .৬৭০০ একর নিজেদের সম্পত্তি বলে দাবি করছে তারা ওই জমি থেকে কবর মানুষের কঙ্কাল তুলে ফেলে সেই  সঙ্গে বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলেছে এছাড়াও তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে জমি দখলসহ এলাকাবাসীকে ভয়ভীতি দেখাচ্ছে

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গোরস্থান পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গোরস্থান পরিচালনা পর্যদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সদস্য আব্দুল জলিল, রকিব, নাসির উদ্দিন, গোলাম রসুল, নাজির, আলফাজ, এলাকাবাসী সুফিয়া বেগম, আলেয়া বেগম, মেহেনা বেগম, পাকড়ী ৪নং ওয়ার্ড ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী, ফরিদ, নাসির উদ্দিন, নয়ন, মনিরুল প্রমুখ

ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, এই গোরস্থান কতদিন আগে তৈরী হয়েছে তার জানা নেই তার বুদ্ধি হওয়ার পর থেকে শুনে আসছেন এই গোরস্থান শতাধিক বছর আগে তাদের পূর্ব পুরুষরা তৈরী করে গেছেন সেই সময় থেকে তারা এখানে তাদের আত্মীয়-স্বজনদের কবর দিয়ে আসছেন এছাড়া এই গোরস্থানের সংস্কার এবং গেট নির্মাণসহ অন্যান্য কাজ করার জন্য রাজশাহী জেলা পরিষদ হতে অনুদান পান তা দিয়ে সেই কাজগুলো করা হয়েছে জানান তিনি

তিনি আরও বলেন, .৬৭০০ একর সম্পত্তির রেকর্ড বাতিলের জন্য মামলা চলমান রয়েছে এই মামলা নিষ্পত্তি না হতেই এই কিছু প্রভাবশালী ব্যক্তি জোর করে সন্ত্রাসী ভাড়া করে গোরস্থানের জমি দখল করার পাঁয়তারা করছে গোরস্থান রক্ষায় তিনিসহ সকলেই আইন শৃংখলা বাহিনী, প্রশাসন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন

গোরস্থানের জমি দখল সম্পর্কে জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, এই .৬৭০০ একর সম্পত্তি তার বড় ভাই আব্দুল হান্নানের সরকারের কাছ থেকে সালামীর মারফত আব্দুল হান্নান নেন ১৯৭২ সালে তার নামে ওই জমি রেকর্ড হয় এরপর তার ভাই খাজনা খারিজ করে নিয়েছেন এবং নিয়মিত খাজনা দিয়ে আসছেন রেকর্ড বাতিলের দাবিতে গোরস্থান কমিটির পক্ষ থেকে মামলা হয়েছে সে মামলা এখন চলমান রয়েছে মামলায় যিনি জিতবেন জমি তার হবে বলে তিনি জানান তবে তার ভাইয়ের জমি জোরপূর্বক দখল করে রাখার নিন্দা প্রতিবাদ জানান আব্দুল মান্নান

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এসএস/এসএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।