ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুহম্মদ ইমরান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুহম্মদ ইমরান

ঢাকা: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।  

বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুহম্মদ ইমরান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মুহম্মদ ইমরান ১৯৮৬ সালে বিসিএস ফরেন ক্যাডারে যোগ দেন। ভারতে দায়িত্ব পালনের আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত ছিলেন। তিনি উজবেকিস্তানেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

এছাড়াও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ করেছেন মুহম্মদ ইমরান। অটোয়া, জেদ্দা, বন ও বার্লিনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।


বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
টিআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।