ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুলিশ বক্সের সামনে পড়েছিলেন অচেতন ব্যক্তি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
পুলিশ বক্সের সামনে পড়েছিলেন অচেতন ব্যক্তি  ফার্মগেট এলাকা থেকে অচেতন এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ

ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকা থেকে অচেতন এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। পুলিশ ধারণা করছে,  অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন তিনি।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে ফার্মেগটের আলরাজি হাসপাতাল থেকে তাকে উদ্ধার করা হয়।

 জানা গেছে, ফার্মগেট পুলিশ বক্সের সামনে অচতেন অবস্থায় পড়েছিলেন ওই ব্যক্তি। কোনো বাস থেকে তাকে সেখানে নামিয়ে যাওয়া হয়। পরে ট্রাফিক পুলিশ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

 মিজানুর রহমান বলেন , ওই ব্যক্তির সঙ্গে মোবাইল, মানিব্যাগ কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞানপার্টি সদস্যরা চেতনানাশক কিছু প্রয়োগ করে তার টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২ 
এজেডএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।