ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাদুল্লাপুরে সাপের ছোবলে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
সাদুল্লাপুরে সাপের ছোবলে নারীর মৃত্যু ফাইল ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে সাপের ছোবলে আলো রাণী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

আলো রাণী সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্ৰামের আতোয়ার রহমানের মেয়ে।

স্বজনরা জানায়, বুধবার (৬ জুলাই) বিকেলের দিকে স্থানীয় নাপিতের বাজার এলাকায় গরুর জন্য ঘাস কাটছিলেন আলো রাণী। এ সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।  

ইদিলপুর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান ও পলাশবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।