ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০২২
বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুন) সকালে বেনাপোল পোর্ট থানাধীন ঘীবা সীমান্ত থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি  ভারত থেকে অস্ত্রের একটি চালান নিয়ে চোরাকারবারীরা বেনাপোলের ঘীবা সীমান্তের মাস্টার বাড়ি এলাকায় অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চাউলের কুড়ার বস্তার মধ্যে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে কৌশলে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, (২৮ জুন )  ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।