ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ মে ২০২৪, ১৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাইকে ট্রাক্টরের ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০২২
বাইকে ট্রাক্টরের ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের ফাইল ফটো

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাদের চাচা পারভেজ (২৬)।

বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পেছনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই ইউনিয়নের বয়সিং উত্তরপাড়ার সুলতান মাহমুদের ছেলে ও ভাটারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফকির (১৭) এবং একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও ভাটারা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাসেল (২০)।  

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে চাচাতো দুই ভাই ফকির ও রাসেল এবং চাচা পারভেজ একই মোটরসাইকেলে করে বাড়ি থেকে ভাটারা বাজারে যাচ্ছিলেন। পথে কলেজের পেছনের রাস্তায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটিসহ তারা রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই ফকির নিহত হন। এসময় গুরুতর আহত হন রাসেল ও পারভেজ। এ অবস্থায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রাসেলের।  

আহত পারভেজ বলেন, নিহত দুইজনই আমার ভাতিজা। দুর্ঘটনার পর পরিবারের লোকজন তাদের মরদেহ বাড়ি নিয়ে গেছেন।  

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও  কেউ কোনো কিছু জানাননি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।