ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোলায় অস্বাভাবিক জোয়ার, তলিয়ে গেছে নিচু এলাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুন ১৪, ২০২২
ভোলায় অস্বাভাবিক জোয়ার, তলিয়ে গেছে নিচু এলাকা মেঘনায় অস্বাভাবিক জোয়ারে ভোলায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল -বাংলানিউজ

ভোলা: ভোলায় অস্বাভাবিক জোয়ারের কারণে মেঘনার পানি বেড়ে বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা।

উজান থেকে নেমে আসা পানির চাপে মেঘনার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। রোববার (১৩ জুন) বিকেল থেকে মেঘনার পানি বিপৎসীসার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব এলাকা প্লাবিত হয়েছে।

এতে নদীর তীরবর্তী দ্বীপচর ও উপকূলের বাঁধের বাইরের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে এ পর্যন্ত কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। অস্বাভাবিক জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা।

ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর প্রকৌশলী হাসান মাহমুদ জানান, উজানের পানির চাপে বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আরও কিছুদিন এ অবস্থা বিরাজ করতে পারে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৪ জুন, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।