ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশালে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুন ১৩, ২০২২
বরিশালে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

বরিশাল: বরিশালে গাছ থেকে পড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

 

মৃত শাহিন হাওলাদার জেলার গৌরনদী পৌর এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,পাঁচ-ছয়জন শ্রমিক সোমবার দিয়াশুর মহল্লায় গাছ ব্যবসায়ী রমিজ প্যাদার গাছ কাটছিলেন।  এ সময় গাছের ওপরে থাকা শাহিন হাওলাদার অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক শাহিন হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন।

মরদেহ হাসপাতালের মর্গে রাখা বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

বাংলাদেশ সময়:১৫৪০ ঘণ্টা, জুন ১৩,২০২২

এমএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।