ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে ফিলিপাইনের পর্যটন মন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ৮, ২০২২
জাতীয় স্মৃতিসৌধে ফিলিপাইনের পর্যটন মন্ত্রীর শ্রদ্ধা

সাভার (ঢাকা): সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত ফিলিপাইনের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন মন্ত্রী সুকর্ণ আবাস।

বুধবার (০৮ জুন) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন।  

এর আগে সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন সফররত মন্ত্রী।

ফিলিপাইনের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন মন্ত্রী সুকর্ণ আবাস বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ফিলিপাইনের ভালো সর্ম্পক। বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র। ফিলিপাইন সরকার যেকোনো বিষয়ে বাংলাদেশকে সাহায্য-সহযোগীতা করতে আগ্রহী।

শ্রদ্ধা নিবেদনে তার সঙ্গে উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ও বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন দুতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।