ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সীতাকুণ্ড ট্র্যাজেডি: ফায়ারম্যান রানার দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ৬, ২০২২
সীতাকুণ্ড ট্র্যাজেডি: ফায়ারম্যান রানার দাফন সম্পন্ন

মানিকগঞ্জ: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে নিহত মানিকগঞ্জের সন্তান ফায়ারম্যান রানা মিয়ার (২২) দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল ৮টার দিকে শিবালয় উপজেলার নবগ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে যথাযথ মর্যাদায় তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদুর রহমান ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক শহিদুল ইসলাম।

শিবালয় উপজেলার নবগ্রামের পান্নু মিয়ার বড় ছেলে রানা মিয়া। মা ছাড়াও রানার ছোট এক ভাই ও বোন রয়েছে। সেই ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ম্যান হিসেবে কর্মরত ছিলেন রানা মিয়া। ২০২০ সালে তিনি চাকরিতে যোগ দেন। শনাক্ত হওয়ার পর আজ সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ শিবালয়ে আনা হয়। এসময় তার স্বজন ও গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন।   

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।