ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভৈরব নদে গোসল করতে নেমে শ্রমিক নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ৫, ২০২২
ভৈরব নদে গোসল করতে নেমে শ্রমিক নিখোঁজ

খুলনা: খুলনার ভৈরব নদে গোসল করতে নেমে মামুন মল্লিক নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।  

রোববার (৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

 

বিকেল সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিস খান জাহান আলী স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে খান জাহান আলী থানাধীন আফিল খেয়া ঘাট এলাকায় মামুন মল্লিক, বোরহান মোড়ল এবং জুয়েল বিশ্বাস নামে তিন বন্ধু গোসল করতে ভৈরবে নামে। এর মধ্যে দুই বন্ধু তীরে ফিরে এলেও মামুন মল্লিক ফিরে আসেনি। তিনি যশোর অভয়নগর সিদ্ধিপাশা এলাকার মোজাফফর মল্লিকের ছেলে এবং স্থানী একটি জুট মিলের শ্রমিক।

আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং উদ্ধারে চেষ্টা করছি। এখন জোয়ার থাকায় উদ্ধারে কিছুটা সমস্যা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।