ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ঢাকায় বার্ন ইনস্টিটিউটটে ভর্তি ১৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ৫, ২০২২
সীতাকুণ্ডে বিস্ফোরণ: ঢাকায় বার্ন ইনস্টিটিউটটে ভর্তি ১৪

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ আরও সাত জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়েছে।

রোববার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে সাত জনকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আনা হয়।

পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, ফায়ার কর্মী রবিন মিয়া (২২), গাউছুল আজম (২২), এছাড়া মাসুম মিয়া (৩২), ফারুক হোসেন (১৬), মহিবুল্লাহ (৩০) ফরমানুল ইসলাম (৩২), রুবেল মিয়া (৩৪)।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লালা সেন বলেন, এদের মধ্যে দুই জনের ৫০ ও ৮০ শতাংশ দগ্ধ আছে। বাকিদের ১৫ থেকে ২০ শতাংশ হবে। দুই জনকে আইসিইউতে নেওয়া হবে। এর আগে আরও একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

এই পর্যন্ত সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৪ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্য থেকে তিন জন আইসিইউতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।