ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সীতাকুণ্ডে বিপর্যয়: আরেক দগ্ধ শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ৫, ২০২২
সীতাকুণ্ডে বিপর্যয়: আরেক দগ্ধ শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণ ও আগুনের ঘটনার শিকার আরেক আহতকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে আসা হয়েছে।

রোববার (৫জুন) দুপুর আড়াইটার দিকে শেখ মইনুল হক চৌধুরী (৪৩) নামে ডিপোর এক কর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি বিএম কনটেইনার ডিপোয় ইমপোর্ট ডিপার্টমেন্টের শিফটিং ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, অ্যাম্বুলেন্সের মাধ্যমে মইনুলকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তার ভাই আবু নুর মো. মোস্তফা বাংলানিউজকে জানান, তাদের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। বর্তমানে চট্রগ্রাম বদ্দারহাট এলাকায় বসবাস করেন। ঘটনার সময় মইনুল দায়িত্ব পালন করছিলেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, সীতাকুণ্ডের ঘটনার শিকার আরও একজন ভর্তি হয়েছেন। তার শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। শনিবার রাতের ঘটনায় এখন পর্যন্ত চারজন এ হাসপাতালে ভর্তি হলেন।

এর আগে সকালে যে তিনজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হলেন তারা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান (৩৭),মাগফারুল ইসলাম (৬৫) ও খালেদুর রহমান (৬০)।

তাদের মধ্যে মাগফারুল ও খালেদুরের শরীরের প্রায় ১২ শতাংশ পুড়ে গেছে। পুলিশ সদস্যের দুই পা পুড়েছে।

মাগফারুল ওই ডিপোয় সিকিউরিটি ইনচার্জ হিসেবে কাজ করতেন। খালেদুর ডিপোর অ্যাডমিন বিভাগে কর্মরত ছিলেন।

বিস্ফোরণ ও আগুনের ঘটনায় বিএম কনটেইনার ডিপোয় ৪৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিপর্যয়: দগ্ধ পুলিশসহ শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি ৩

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ৫ জুন, ২০২২
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।