ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ ৭ পরীক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুন ৩, ২০২২
নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ ৭ পরীক্ষার্থী আটক

নওগাঁ: নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের হোতাসহ ৭ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুন) পরীক্ষা চলাকালে গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্যরা তাদের আটক করেন।

এনএসআই নওগাঁ অফিসের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার নওগাঁ শহরের বিভিন্ন পরীক্ষার হলে অবস্থান নেওয়া হয়। এ সময় নওগাঁ পৌরসভার বিএমসি মহিলা কলেজ কেন্দ্র থেকে ৪ জন, জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ১ জন, সেন্ট্রাল গার্লস স্কুল কেন্দ্র থেকে ১ জন ও পিএম উচ্চ বিদ্যালয় থেকে ১ জনকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে চক্রের মূল হোতা হিসেবে কাজ করছিলেন মেহেদী হাসান।

পরে তাদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ৩ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।