ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ার খাজানগর চাল মোকামে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুন ১, ২০২২
কুষ্টিয়ার খাজানগর চাল মোকামে অভিযান

কুষ্টিয়া: প্রধানমন্ত্রীর নির্দেশের পর দেশের সরু চালের সব চেয়ে বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরের বেশ কয়েকটি চালকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ টিম।

বুধবার (০১ জুন) দুপুর ১টার দিকে খাজানগর মোকামের ব্যাপারি অটোরাইস মিল ও ইফাদ অটো রাইস মিলের গোডাউনে হানা দেয় টিমের সদস্যরা।

এ সময় ধান ও চালের মজুদ খতিয়ে দেখেন তারা।

ব্যাপারি রাইস মিলে ধান ও চালের তেমন মজুদ না থাকলেও ইফাদ অটো রাইস মিলের তিনটি গোডাউনে ধানের মজুদ ছিল কিছুটা বেশি। এ কারণে ওই মিল মালিককে সর্তক করে দেওয়া হয়। পর্যায়ক্রমে সব মিলে অভিযান পরিচালনা করা হবে বলে জানান টিমের সদস্যরা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস, জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগের দিন বিকেলে রশিদ এগ্রো ফুডে অভিযান পরিচালনা করে একই টিম।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুন ০১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।