ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ২৯, ২০২২
রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত।

রাজশাহী: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৯ মে) কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

প্রথমে রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল জনগণ শান্তি প্রগতি; অংশীদারিত্বের শক্তি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মো. তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আব্দুল বাতেন।

এছাড়া সভায় পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ৪২টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আসাবুল হক, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ২৯, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।