ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝড়ো হাওয়ায় মেঘনায় ডুবল পাথরবোঝাই জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ২১, ২০২২
ঝড়ো হাওয়ায় মেঘনায় ডুবল পাথরবোঝাই জাহাজ

নোয়াখালী: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ‘মক্কা-মদিনা’ নামে পাথর বোঝাই বাল্কহেড জাহাজ ডুবে গেছে।  

শনিবার (২১ মে) দুপুরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নলচিরা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, ঝড়ো হাওয়ার কবলে পড়ে নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা লোকজন তীরে উঠে আসতে সক্ষম হয়েছেন।  

জাহাজের চালক সুমন মিয়া জানান, এমবি ‘মক্কা-মদিনা’ জাহাজটি সিলেট থেকে পাথরবোঝাই করে সন্ধীপ যাচ্ছিলো। শনিবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে নলচিরার পাশে ঘাটে ভিড়ানোর চেষ্টা চলছিল। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ডুবে যায়। পরে জাহাজে থাকা ৭জন স্টাফ সাতরিয়ে তীরে উঠে যান।

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন জানান, ঝড়ো বাতাস ও অধিক জোয়ারে পানি বেড়ে যাওয়ায় জাহাজটি ডুবে গেছে। ভাটার সময় পানি কমলে জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ২১, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।