ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

সরকারি কর্মকর্তা সেজে ফোনকল করে প্রতারণা, গ্রেপ্তার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, জুলাই ৪, ২০২৫
সরকারি কর্মকর্তা সেজে ফোনকল করে প্রতারণা, গ্রেপ্তার ৩ ছবি: প্রতীকী

ঢাকা: সরকারি কর্মকর্তা কিংবা শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে ফোনকল করে ভয় দেখিয়ে টাকা আদায় করতো এক প্রতারক চক্র। এমন এক চক্রের তিন সদস্যকে রাজধানীর মিরপুর, পল্লবী ও গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) ও ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।

ডিবি সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে নিজেদের কখনো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো কুখ্যাত সন্ত্রাসী সাহদাৎসহ বিভিন্ন সন্ত্রাসীর পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ফোনকল করে ভয়ভীতি দেখাতো। এভাবে বিকাশ ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নেওয়া হতো।

গোপন তথ্যের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি টিম গত ১ জুলাই মিরপুরের মধ্য পাইকপাড়ায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, পরদিন পল্লবী এলাকা থেকে লাভলুকে ও গাজীপুরের গাছা থেকে ইলিয়াস শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিম কার্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে আটটি সিল, ২০টি পরিচিতি ডিরেক্টরি (ছবি, নাম, ঠিকানাসহ), পাঁচটি ভুয়া আইডি কার্ড ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবির কর্মকর্তারা জানান, চক্রটি সংঘবদ্ধভাবে কাজ করতো এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে ফোনকল করে ভয়ভীতি কিংবা ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। এসব প্রতারণায় তারা একাধিক সিম ও মোবাইল ফোন ব্যবহার করতেন, যাতে শনাক্ত করা কঠিন হয়। তাদের টার্গেট ছিল মূলত সমাজের গণ্যমান্য ও প্রভাবশালী ব্যক্তিরা।

শুক্রবার (৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।