ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটে নৌকাডুবি: আরেক মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
সিলেটে নৌকাডুবি: আরেক মরদেহ উদ্ধার

সিলেট: সিলেট সদর উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে নিখোঁজ দ্বিতীয় ব্যক্তি রজাক আলীর মরদেহ হাওরে ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পুলিশ।

তিনি সিলেট সদর উপজেলার রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ খরাইল হাওরের জালালাবাদ থানার লালপুর এলাকায় ভেসে ওঠে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে সোমবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ অপর ব্যক্তি আছকন্দর আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।

রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে একটি নৌকায় রায়েরগাও থেকে কালারুকা যাচ্ছিলেন বেশ কয়েকজন আরোহী। পথে খরাইল বিলের মধ্যবর্তী স্থানে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও উদ্ধারকৃতরা নিখোঁজ হন।

আরও পড়ুন: সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
এনইউ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।