ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মে ১৫, ২০২২
ফরিদপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা

ফরিদপুর: ফরিদপুরে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। রোববার (১৫ মে) বিকেলে শহরের অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দিনের নিজ বাড়ির পাশে কুমার নদের তীরে ১৫ দিনব্যাপী এ মেলা উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (এসপি) মো. আলীমুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হামীম গ্রুপের কর্ণাধর এ,কে আজাদ, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর জসীম পল্লী মেলা এ বছর অনুষ্ঠিত হচ্ছে। এতে ফরিদপুর ও আশেপাশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।

এছাড়া  জসিম মঞ্চে প্রতিদিনই একাধিক সংগঠন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বলে মেলার আয়োজকরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ১৫ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।