ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মে ১৫, ২০২২
জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কল্যাণপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাহেদা আক্তার (৫) নামে একটি শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

রোববার (১৫ মে) দুপুরে বাড়ির পাশের জমি থেকে সাহেদার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাহেদা ওই গ্রামের দিলু মিয়ার মেয়ে।  

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, জমি নিয়ে কল্যাণপুর গ্রামের দিলু মিয়ার সঙ্গে প্রতিবেশী সুলতান মোল্লা গংদের বিরোধ রয়েছে। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার সকালে দিলু মিয়ার বাড়ির পাশের জমিতে তার মেয়ের মরদেহ পাওয়া যায়। শিশুটির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, দিলু মিয়ার সঙ্গে প্রতিবেশী ইউসুফ-সুলতান মোল্লাদের বিরোধ রয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে শিশুটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১৫, ২০২২
এফআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।