ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৯৯৯ নম্বরে ফোন করে বাল্যবিয়ে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ১৪, ২০২২
৯৯৯ নম্বরে ফোন করে বাল্যবিয়ে বন্ধ

বরিশাল: জাতীয় কল সেন্টার ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে একটি বাল্যবিয়ে। একইসঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের মা তানজিনা বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মে) দুপুরে জেলার গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান,মাদারীপুর
জেলার কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তানজিনা বেগম তার গৌরনদীর বাবার বাড়িতে বসে ১৬ বছর বয়সের মেয়ে তুবা আক্তারের বিয়ের আয়োজন করেছিলেন। জাতীয় কল সেন্টার ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ের সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।

একইসঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের মাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও একইসঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ১৪, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।