ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মে ১২, ২০২২
মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাগুরা: মাগুরা সদর উপজেলায় বজ্রপাতে মো. জান্নু মোল্ল্যা (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে উপজেলার বেরইল-পলিতা ইউনিয়নের সত্যবানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নু ওই গ্রামের চৌধুরী মোল্ল্যা ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির সময় কৃষক জান্নু মোল্যা তার এক সহযোগীকে নিয়ে বাড়ির পাশের বিলে কাটা ধান গোছানোর কাজ করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে জান্নু মোল্যা মাটিতে লুটিয়ে পড়েন এবং তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরে আশপাশের লোকজন ও কৃষকরা এসে জান্নু মোল্যাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বেরইল-পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারমান এনামুল হক রাজা বলেন, বৃষ্টির সময় কৃষক জান্নু মাঠে ধান গোছাতে গেলে বজ্রপাতে মারা যান। তার পাশে থাকা অপর কৃষকের তেমন ক্ষতি হয়নি। তিনি সাময়িক অসুস্থ হলেও পরে সুস্থ হয়ে ঘটনার বিবরণ দিয়েছেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর কথা শুনেছি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ১২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।