ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নারী ফুটবলার 'ধর্ষণচেষ্টা' মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
নারী ফুটবলার 'ধর্ষণচেষ্টা' মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার 

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে নারী ফুটবলার ধর্ষণচেষ্টার মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ওই তদন্ত কর্মকর্তাকে প্রত‍্যাহার করা হয়েছে।  

গৌরীপুর সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, কিশোর ফুটবলারকে ধর্ষণচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ হাসানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে তাকে প্রত‍্যাহার করা হয়েছে বলা যাবে না।  

মূলত ঘটনার বিষয়ে জানতে ওই তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে। এর বাইরে আর কোনো কারণ আছে বলে আমার জানা নেই।  

জানা যায়, গত ২২ এপ্রিল দুপুরে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পেছনে ওই কিশোরী ফুটবলারকে ধর্ষণ করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকির।  

এ ঘটনার একদিন পর গত ২৩ ফেব্রুয়ারি ভিকটিম নিজে বাদী হয়ে ওয়াহিদুল আলম ফয়সাল ফকির ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।  

এরপর ২৫ এপ্রিল নান্দাইল থানার ওসি 'ধর্ষণচেষ্টা' মামলা রুজু করলে গ্রেফতার হয় আসামি ফয়সাল ফকির।  

সর্বশেষ গত ২৮ এপ্রিল আসামি ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

একই দিনে ভিকটিম কিশোরী ঘটনাটি ‘ধর্ষণ’ নাকি ‘ধর্ষণচেষ্টা’, তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা ও জবানবন্দি নেওয়া হয়।  

** নারী ফুটবলারকে ধর্ষণ, ‘ধর্ষণচেষ্টার’ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
** নারী ফুটবলারকে ‘ধর্ষণচেষ্টার’ মামলায় রিমান্ডে সেই ছাত্রলীগ নেতা

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।