ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে ব্রিজের ঢালাই ধসে শ্রমিক নিহত, আহত ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
রাঙামাটিতে ব্রিজের ঢালাই ধসে শ্রমিক নিহত, আহত ১৭ ধসে পড়েছে ব্রিজের ঢালাই

রাঙামাটি: রাঙামাটি সদরে নির্মাণাধীন ব্রিজের ঢালাই ধসে মো. রফিক (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ শ্রমিক।

 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা সদরের মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বড়াদম এলাকায় মেসার্স জসিম এন্টারপ্রাইজের ব্রিজে ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ করে ব্রিজের ঢালাই ধসে পড়লে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হন। এসময় আহত হন আরও ১৭ জন শ্রমিক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।