ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংগাইরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
সিংগাইরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি আলমমারা ব্রিজের কাছে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. কাওছার নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

নিহত মো. কাওছার ওরফে কায়সার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জয়হার এলাকার লোকমান মিয়ার ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল বুধবার দিনগত রাত পৌনে ২টার দিকে সিংগাইর থানাধীন চারিগ্রাম মালিপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযানে যাচ্ছিল। পথে দাশেরহাটি আলমমারা ব্রিজের পাশে ডাকাতির প্রস্তুতিরত একদল ডাকাত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের পাশের কলা বাগানে ডাকাত সদস্য মো. কাওছারের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায় র‌্যাব। এদিকে ডাকাতদলের ছোড়া গুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া তাদের ব্যবহৃত মাইক্রোবাসে গুলি লেগেছে। আহতদের ঢাকাস্থ সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাত দলের দু’টি পিস্তল, দু’টি বড় হাঁসুয়া, চাপাতি, দু’টি ছুরি, দু’টি প্লাস্টিকের টর্চ-লাইট, দুই জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।  

ওসি আরও জানান, নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
কাওছারের নামে নয়টি মামলা রযেছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।