ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘যোগ্য নেতৃত্বে করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ এগিয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
‘যোগ্য নেতৃত্বে করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ এগিয়েছে’

ঢাকা: যোগ্য নেতৃত্বের কারণে করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতেও বাংলাদেশ এগিয়ে গেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (১৬ এপ্রিল) নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুর জেলার বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল বিদ্যালয়ে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে অনেক দেশের অর্থনীতিতে ধস নামলেও এ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের উন্নয়ন এগিয়ে চলেছে। এর প্রধান কারণ যোগ্য নেতৃত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়ন থেমে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সব ধর্মের মানুষের সমঅধিকার দিয়েছে। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এ ধর্মে কোনো হিংসা-বিদ্বেষ নেই। আর এটা নেই বলেই আজ সব ধর্মের মানুষ এ ইফতার মাহফিলে সামিল হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন। এ সময় দিনাজপুর জেলা ও বিরল উপজেলা আওয়ামী লীগের নেতা, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।