ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

দুর্গাপুর সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
দুর্গাপুর সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে পড়ে আছে ভারতীয় নাগরিকের মরদেহ। তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

বয়স আনুমানিক ৫০ বছর হবে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে স্থানীয়দের খবরে মরদেহের সরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আদিতমারী থানা পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার দুর্গাপুর চওড়াটারী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশ অংশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় অবগত করে। পরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত (৫০) এক ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হলে মরদেহ উদ্ধার করা হয়নি। দু'দেশের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পতাকা বৈঠক শেষে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যাবে। স্থানীয়দের ধারণা ভোর রাতে গরু নিয়ে সীমান্ত পাড় হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।