ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিরোজপুরে আইস মাদকসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
পিরোজপুরে আইস মাদকসহ গ্রেফতার ৩

পিরোজপুর: পিরোজপুরে ‘ক্রিস্টাল মেথ আইস’সহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।    

মঙ্গলবার (০৬ এপ্রিল) রাত ২টার দিকে পিরোজপুর পৌর শহরের দামোদর ব্রিজ সংলগ্ন রিগাল শোরুমের সামনে থেকে তাদরে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের সঙ্গে থাকা ওই মেথ আইস জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- পিরোজপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া এলাকার মো.
হান্নান ফকিরের ছেলে মো. লালন ফকির (২৬), ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকারপুর
এলাকার মো. মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল মোরসেদ সজিব (৩০) ও তাদের বহন করা মোটরসাইকেল চালক ৭ নম্বর ওয়ার্ডের চালনা নামাজপুর এলাকার মৃত আবুল বাশার শেখের ছেলে রিপন শেখ (৩২)।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ‘ক্রিস্টাল মেথ আইস’সহ জব্দ করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।