ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাড়ে ৬ কেজি সোনাসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
সাড়ে ৬ কেজি সোনাসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কেজি সোনাসহ কাতার এয়ারওয়েজের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমসের প্রিভেনটিভ টিম। এই সোনার দাম আনুমানিক ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর।

তিনি বলেন, কাতার এয়ারওয়েজের স্টাফ তাজুল ইসলামকে নজরদারিতে রাখা হচ্ছিল। এরপর বহির্গমন এলাকা থেকে তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কাস্টমস হলে আনা হয়। এরপর তার কাছে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সাড়ে ৬ কেজি সোনার বার উদ্ধার করা হয়।

সানোয়ারুল কবীর আরও বলেন, জব্দ করা সোনার বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।