ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামুতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
রামুতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বেলতলী ঝরণামুখ এলাকায় বন্য হাতির আক্রমণে আব্দুল মাবুদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

আব্দুল মাবুদ ওই এলাকার মৃত মো. খলিলের ছেলে।

গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, সকাল নয়টার দিকে একটি বন্য হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। এ সময় আব্দুল মাবুদ রাস্তা পার হচ্ছিলেন। হাতির শুঁড় দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বাংলানিউজকে বলেন, আব্দুল মাবুদকে দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি নির্দেশনা দেওয়া হয়েছে। নিহত আব্দুল মাবুদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।