ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউক্রেনে জাহাজে হামলা: সাতক্ষীরায় দুশ্চিন্তায় ক্যাপ্টেন মনসুরুলের পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
ইউক্রেনে জাহাজে হামলা: সাতক্ষীরায় দুশ্চিন্তায় ক্যাপ্টেন মনসুরুলের পরিবার

সাতক্ষীরা: ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ক্যাপ্টেন মনসুরুল আলম খান (৩৬) সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার বাসিন্দা। এলাকায় তিনি গিনি নামেই পরিচিত।

তার বাবা সেলিম খান অবসরপ্রাপ্ত বিএডিসি কর্মকর্তা।

২ মার্চ রকেট হামলায় ‘বাংলার সমৃদ্ধি’র এক নাবিক নিহত হন। জাহাজে জীবিত থাকা বাকি ২৮ জনের মধ্যে ক্যাপ্টেন মনসুরুল আলম খান একজন।

হামলার পর থেকেই চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার বাবা-মা, স্ত্রী-সন্তানদের। যতদ্রুত সম্ভব ক্যাপ্টেন মনসুরুল আলম খানকে কাছে ফিরে পেতে চান তারা।

ক্যাপ্টেন মনসুরুল আলম খানের বাবা সেলিম খান জানান, বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় বাড়িতে কথা বলেছেন ক্যাপ্টেন মনসুরুল আলম খান। জানিয়েছেন, ভালো আছেন। সন্ধ্যার দিকে ইউক্রেনের অলভিয়া বন্দরে তাদের নামানো হয়েছে। বর্তমানে সেখানেই আছেন তারা।

তিনি আরও বলেন, ছেলের জন্য বাড়ির সবাই খুব চিন্তিত। তার মা ও স্ত্রী সারাদিন কান্নাকাটি করছে।

ক্যাপ্টেন মনসুরুল আলম খানের তিন ছেলের মধ্যে ফাহিমি ও ফারহান (১০) যমজ, আর ছোট ছেলে ফারদিনের বয়স তিন বছর।

সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে সেলিম খান বলেন, শিপিং অফিস থেকে যোগাযোগ করে বলেছে, আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আপনারা দুশ্চিন্তা করবেন না। সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনে মাইন বসিয়ে রাখায় জাহাজটি বের হতে পারেনি।

মনসুরুল আলম খানের বড় ছেলে ফারহান বলে, বাড়ির সবার মন খারাপ। আব্বুকে আমরা দ্রুত ফিরে পেতে চাই।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।