ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় ১৮ মিনিটের ঝড়ো-শিলাবৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
চুয়াডাঙ্গায় ১৮ মিনিটের ঝড়ো-শিলাবৃষ্টি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ব্যাপক শিলা ও ঝড়ো বৃষ্টিপাত হয়েছে। বিকেল ৩টা ৭ মিনিট থেকে শুরু হয়ে তাণ্ডব চলে ৩টা ২৫ মিনিট পর্যন্ত।

১৮ মিনিট ধরে চলে ঝড়ো ও শিলা বৃষ্টি। বড় বড় শিলার দলায় ঢেকে আবৃত হয়ে যায় মাটি। তবে শিলা বৃষ্টি থামলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যহত ছিল এ জেলায়। সঙ্গে ছিল দমকা হাওয়া। গাছের ডালপালা ভেঙে পড়ায় রাস্তায় স্বাভাবিক চলাচলেও ব্যাঘাত ঘটে।

চুয়াডাঙ্গায় এমন শিলাবৃষ্টি এর আগে দেখননি বলে মন্তব্য করেছেন অনেকে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামাদুল হক জানান, ১৮ মিনিট ধরে চলে ঝড়ো ও শিলাবৃষ্টি। গুড়ি গুড়ি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার।

হঠাৎ এমন শিলা ও ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। প্রচুর লোকসানের আশঙ্কা কৃষকদের। এর আগেও গত বৃহস্পতিবার রাতে এক ঘণ্টার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ভুট্টা, ধান পানসহ বিভিন্ন উঠতি ফসল।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।