ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।

ব‌রিশাল: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম জেলার গৌরনদী উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্তিক স্থাপনা পরিদর্শন করেছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রথমেই সফর সঙ্গীদের নিয়ে তিনি ইতালীর লিসা টাওয়ারখ্যাত মাহিলাড়ার সরকার মঠ পরিদর্শন করেন।

এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদি, ভ্যাট কমিশনার সামসুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, বীর প্রতীক সুধীর কুমার দাস, পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।